
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে ওমর মন্ডল (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা প্রেমঘটিত কারণে হতাশায় ওই যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে গোয়ালন্দ সানসাইন কলেজিয়েট স্কুলের পেছনের একটি বাগানের আম গাছ থেকে ফাঁস দেওয়া ওমরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন ওমর।নিহত ওমর গোয়ালন্দ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিলু শেখের পাড়ার কালাম মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ওমর। রাতভর তার মা ও পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে সানসাইন কলেজিয়েট স্কুলের পেছনের একটি বাগানে আম গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওমরের ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা। এরপর চিৎকার করে আশপাশের লোকজনকে ডেকে রশি কেটে তাকে নিচে নামান। খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজবাড়ী প্রতিনিধি 






































