
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুর ইসলাম (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার গদখালির বেনেয়ালি বাজার চাতালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালি গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল থেকে ছেড়ে আসা যশোরগামী একটি যাত্রবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নিহত হন। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের পাঠালে সেখান থেকে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনা সংক্রান্ত থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্তভার হাইওয়ে পুলিশকে দেওয়া হয়েছে।
আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার: 







































