
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কায় ২জন নিহত হয়েছেন। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়েছে মিনিবাসটি। এতে বাসটির ছাদ উড়ে যায় এবং দুমড়ে মুচড়ে যায়। কাভার্ড ভ্যানটি আমরা জব্দ করেছি। তবে চালক পালিয়ে গেছেন।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, দুইজন নিহত হয়েছে।তাদের নাম মো. জীবন শেখ ও রায়হান। বাকি আহত কয়েক জনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি 







































