বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

আবুল হাসান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।  তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবকিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হাসান।

গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে বলেও জানান তালেবুর রহমান।

জনপ্রিয়

বেনাপোলে বিজিবির অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৯:৩৭:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

আবুল হাসান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।২০১৫ সালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।  তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা।

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবকিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলা চালানো হয়।

এ ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আবুল হাসান।

গ্রেপ্তার আবুল হাসানের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে বলেও জানান তালেবুর রহমান।