
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস সড়কের পাশে পড়ে আছে অজ্ঞাত এক যুবকের লাশ। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করছে পুলিশ ।
শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কের পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় জনগন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় কয়েকজন জানান, সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি দেখে সবাইকে ডাক দেয়। পরে লোকজন চলে আসে তারপরে শ্রীনগর থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। ধারণা করা যাচ্ছে তার ৩০ বছর বয়স হবে।
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দীন চৌধুরী বলেন, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকালকে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে মুন্সীগঞ্জ। এ বিষয়ে অপমৃত্যু একটি মামলা হবে। ধারণা করা যাচ্ছে মানসিক ভারসাম্যহীন হতে পারে।
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি 



























