
স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারধোর ও টাকা লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন জামাল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তি। তিনি একই গ্রামের মোঃ আব্দুল লতিফ মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা যায়, গোয়ালহাটি গ্রামের আক্তারুল ইসলাম (২৭), পিতা মোজাম দফাদার, মো : জব্বার মিয়া (২৭), পিতা মৃত খোরশেদ, মো : আব্দুল জলিল (৩২), পিতা মো : তবজেল, মো : পারভেজ খান (৫৮), পিতা মো: লুৎফর রহমান খান এবং মো : রিপন হোসেন (২৪), পিতা মো : আশা এর সাথে একই গ্রামের আব্দুল আলী মিয়ার ছেলে জামাল উদ্দিন এর পূর্ব শত্রুতা ছিলো। এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিবাদীরা জামাল উদ্দিন কে বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছিলো। গত বুধবার (১ জানুয়ারি) রাতে ইংরেজি বর্ষবরণ উৎসব শেষে বাড়িতে ফিরলে উপরে উল্লেখিত বিবাদীগন তার বসতবাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে আহত করে এবং শয়নকক্ষের স্টিলের ট্রাংকের ভেতরে রক্ষিত নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা ঝিকরগাছা থানার এস আই পলাশ দাস জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। তদন্ত চলছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার: 







































