
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর ডিবি পুলিশের একটি দল মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর থেকে একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ৫০ পিচ ইয়াবাসহ রুশনী খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের মাসুদ রানার স্ত্রী।
রাজবাড়ীর ডিবি ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে রুশনি খাতুনের বসতঘর থেকে অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় তার স্বামী মাসুদ রানা পালিয়ে যায়। মাসুদ রানা ও রুশনী খাতুন স্বামী-স্ত্রী মিলে দীর্ঘ দিন ধরে অস্ত্র এবং মাদক ব্যবসা চালিয়ে আসছে। গ্রেপ্তার রুশনীর বিরুদ্ধে দুটি মাদক মামলা এবং পলাতক মাসুদের নামে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা রয়েছে। অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজবাড়ী প্রতিনিধি 







































