
শরনখোলা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় এবং অ্যাওসেড-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, দুর্যোগের ঝুঁকি হ্রাস, এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতি গ্রহণের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকার ঝুঁকির বিষয়টি তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন।
কর্মশালায় উপস্থিত অংশগ্রহণকারীরা দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সচেতন হওয়ার অঙ্গীকার করেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আব্দুল অদুদ আকন এর সভাপতিত্বে এ্যাওসেড খুলনা আঞ্চলিক কর্মকর্তা নাছিমা খানমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মু,আব্দুল হাই,এ্যাওসেড শরনখোলা সাইড অফিসার লাবন্য সাংবাদিক নজরুল ইসলাম আকন প্রমূখ।
শরনখোলা, বাগেরহাট প্রতিনিধিঃ 



















