রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানাসহ কারাদন্ড

স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সাথে জড়িত ৬টি মাটিভর্তি ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক্সকেভেটর চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকা রেখে ট্রাক ৬ টি ছেড়ে দেওয়া হয়।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সকেভেটর  জব্দ এবং জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন খবরে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বারবাকপুর কপোতাক্ষ নদের পাড় থেকে একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এসময় এক্সকেভেটর চালককে এক লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই দিনে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে মোবাইল কোর্ট ছাড়াই ঝিকরগাছা-বাঁকড়া সড়কের মোহিনীকাঠি, বেজিয়াতলা এলাকা থেকে ৬টি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকের চালকরা এধরনের অবৈধ গাড়ি আর চালাবে না এমন মুচলেকা রেখে ৬ টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অবৈধ কর্মকাণ্ডের ফলে পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘন বন্ধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।

জনপ্রিয়

যশোরে সকালের বার্তা পত্রিকার প্রকাশনা উদ্বোধন

ঝিকরগাছায় অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানাসহ কারাদন্ড

প্রকাশের সময় : ০৪:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার

যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের সাথে জড়িত ৬টি মাটিভর্তি ট্রাক ও একটি এক্সকেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় এক্সকেভেটর চালককে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুচলেকা রেখে ট্রাক ৬ টি ছেড়ে দেওয়া হয়।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সকেভেটর  জব্দ এবং জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গোপন খবরে অবৈধভাবে বালু তোলার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বারবাকপুর কপোতাক্ষ নদের পাড় থেকে একটি এক্সকেভেটর জব্দ করা হয়েছে। এসময় এক্সকেভেটর চালককে এক লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই দিনে ত্রাণ বিতরণ শেষে ফেরার পথে মোবাইল কোর্ট ছাড়াই ঝিকরগাছা-বাঁকড়া সড়কের মোহিনীকাঠি, বেজিয়াতলা এলাকা থেকে ৬টি মাটিভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকের চালকরা এধরনের অবৈধ গাড়ি আর চালাবে না এমন মুচলেকা রেখে ৬ টি ট্রাক ছেড়ে দেওয়া হয়। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অবৈধ কর্মকাণ্ডের ফলে পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘন বন্ধে প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা।