
শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে সিরাজদিখানে গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, এই স্লোগানে গণধিকার পরিষদ (জিওপি) এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুন্সিগঞ্জ জেলার আবায়ক মো. জাহিদুর রহমানের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি বুধবার বিকেল ৪টার দিকে সিরাজদিখান উপজেলার অডিটরিয়ামে এ কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় সহ-সভাপতি ও আহ্বায়ক,মুন্সিগঞ্জ জেলার গণঅধিকার পরিষদ মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জিওপি ও ডাকসুর সাবেক বিপি ও সভাপতি নুরুল হক নুর।
কেন্দ্রীয় নির্বাহী বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান খান, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসাইন এবং কেন্দ্রীয় ও জেলা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার গণ আধিকার পরিষদের সভাপতি হাজী আহসান হাবীব শ্যামল,সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ, উপদেষ্টা নাজির আহমেদ,হাসান শেখ, ইউনুস মৃধা প্রমুখ।
এর আগে সিরাজদিখান উপজেলার কুসুমপুরে আমেরিকান প্রবাসী বিশিষ্ট শিল্পপতি ও লেখক গবেষক সমাজসেবক সৈয়দ টিপু সুলতানের বাসভবনে ভিপি নূর মধ্যনো ভোজ পরিবেশন করেন ও টিপু সুলতানের তিনটি বাগান ঘুরে ঘুরে তিনি পরিদর্শন করে মুগ্ধ হন।
সার্বিক সহযোগিতায় সিরাজদিখান উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গণধিকার পরিষদ।
শহিদ শেখ পাখি, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ 







































