মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে বার্সেলোনার। অপেক্ষা ছিল প্রতিপক্ষের, অবশ্য অপেক্ষা করলেও বার্সেলোনার সমর্থকরা জানতো ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে তাদের প্রতিপক্ষ।

হয়েছেও তাই। দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ফাইনালেট টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও। রবিবার (১২ জানুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচ ‘সুপার এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

চার দলের টুর্নামেন্টে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনালে ওঠার লড়াইয়ে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। একের পর সুযোগ তৈরি করেও প্রথমার্ধে মায়োর্কার দেয়াল ভাঙতে পারেনি রিয়াল। ম্যাচের দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে কাটে গেরো। যোগ করা সময়ে রদ্রিগো গোজ একটি গোল করে ব্যবধান বাড়ান। রিয়ালের অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্টিন ভালজেন্টের আত্মঘাতী ভুলে।

প্রথমার্ধে গোলের উদ্দেশে ১৫টি শট নেওয়া রিয়াল দ্বিতীয়ার্ধে আরো মরিয়া হয়ে ওঠে। তবে জালের দেখা যেন মিলছিলই না। ৬৩ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান বেলিংহামে। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক, তরুণ মিডফিল্ডারের ঠাণ্ডা মাথার গড়ানো শট জড়ায় জালে।

যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে মায়োর্কা। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালজেন্ট। যোগ করা সময়ের একদম শেষদিকে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। ডান দিক থেকে ভাসকেজের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রকাশের সময় : ০২:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে বার্সেলোনার। অপেক্ষা ছিল প্রতিপক্ষের, অবশ্য অপেক্ষা করলেও বার্সেলোনার সমর্থকরা জানতো ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই হতে যাচ্ছে তাদের প্রতিপক্ষ।

হয়েছেও তাই। দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ফাইনালেট টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদও। রবিবার (১২ জানুয়ারি) শিরোপা নির্ধারণী ম্যাচ ‘সুপার এল ক্লাসিকো’তে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

চার দলের টুর্নামেন্টে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে ফাইনালে ওঠার লড়াইয়ে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল।

তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে ভালোই ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। একের পর সুযোগ তৈরি করেও প্রথমার্ধে মায়োর্কার দেয়াল ভাঙতে পারেনি রিয়াল। ম্যাচের দ্বিতীয়ার্ধে জুড বেলিংহামের গোলে কাটে গেরো। যোগ করা সময়ে রদ্রিগো গোজ একটি গোল করে ব্যবধান বাড়ান। রিয়ালের অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্টিন ভালজেন্টের আত্মঘাতী ভুলে।

প্রথমার্ধে গোলের উদ্দেশে ১৫টি শট নেওয়া রিয়াল দ্বিতীয়ার্ধে আরো মরিয়া হয়ে ওঠে। তবে জালের দেখা যেন মিলছিলই না। ৬৩ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটান বেলিংহামে। ভিনিসিয়ুসের কাটব্যাকে রদ্রিগোর হেড ফেরে পোস্টে লেগে। ফিরতি বলে এমবাপ্পের বুলেট গতির শট ঠেকান গ্রাইফ। কিন্তু বেলিংহামের শট আর আটকাতে পারেননি গোলরক্ষক, তরুণ মিডফিল্ডারের ঠাণ্ডা মাথার গড়ানো শট জড়ায় জালে।

যোগ করা সময়ে নিজেদের ভুলে দ্বিতীয় গোল হজম করে মায়োর্কা। প্রতিপক্ষের একটি দুর্বল শট আটকাতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন ডিফেন্ডার ভালজেন্ট। যোগ করা সময়ের একদম শেষদিকে স্কোরলাইন ৩-০ করেন রদ্রিগো। ডান দিক থেকে ভাসকেজের বাড়ানো ক্রস গোলমুখে দূরের পোস্টে পেয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান ব্রাজিলিয়ান তারকা।