বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আহত রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ৬৯

ছবি: সংগৃহীত

গোটা বিনোদন জগত জুড়ে এখন শুধুই রাশমিকা মান্দানার প্রশংসা।  কিন্তু এরমধ্যে এলো তার ভক্তদের জন্য দুঃসংবাদ।’সিকান্দার’ ছবির জন্য জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এ গ্ল্যামারকন্যার সাময়িকভাবে শ্যুটিং স্থগিত করা হয়েছে। অভিনেত্রী এখন বিশ্রামে আছেন। খুব শিগগির সেটে কাজ শুরু করবেন। এর আগে, জানা গিয়েছিল সালমান এবং রাশমিকা ‘সিকান্দারের’ শেষ শিডিউলের শ্যুটিং মুম্বইয়ে করবেন।

প্রসঙ্গত, ‘সিকান্দার’-এ সালমান, রাশমিকার পাশাপাশি  কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ এবং অঞ্জিনি ধাওয়ানকে দেখা যাবে। এটি চলতি বছরের মার্চ মাসে অর্থাৎ ইদে মুক্তি পেতে চলেছে।

 ‘সিকন্দার’ ছাড়াও রাশমিকার ঝুলিতে একাধিক ছবি। অভিনেত্রীকে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ছবিতে এবং ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতে দেখা যাবে।

জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

আহত রাশমিকা

প্রকাশের সময় : ১০:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

গোটা বিনোদন জগত জুড়ে এখন শুধুই রাশমিকা মান্দানার প্রশংসা।  কিন্তু এরমধ্যে এলো তার ভক্তদের জন্য দুঃসংবাদ।’সিকান্দার’ ছবির জন্য জিমে প্রশিক্ষণ নেওয়ার সময় গুরুতর আঘাত পেয়েছেন অভিনেত্রী।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এ গ্ল্যামারকন্যার সাময়িকভাবে শ্যুটিং স্থগিত করা হয়েছে। অভিনেত্রী এখন বিশ্রামে আছেন। খুব শিগগির সেটে কাজ শুরু করবেন। এর আগে, জানা গিয়েছিল সালমান এবং রাশমিকা ‘সিকান্দারের’ শেষ শিডিউলের শ্যুটিং মুম্বইয়ে করবেন।

প্রসঙ্গত, ‘সিকান্দার’-এ সালমান, রাশমিকার পাশাপাশি  কাজল আগরওয়াল, সত্যরাজ, অনন্ত মহাদেবন, শারমন জোশি, প্রতীক বব্বর, নবাব শাহ এবং অঞ্জিনি ধাওয়ানকে দেখা যাবে। এটি চলতি বছরের মার্চ মাসে অর্থাৎ ইদে মুক্তি পেতে চলেছে।

 ‘সিকন্দার’ ছাড়াও রাশমিকার ঝুলিতে একাধিক ছবি। অভিনেত্রীকে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ছবিতে এবং ভিকি কৌশলের সঙ্গে ‘ছাভা’ ছবিতে দেখা যাবে।