
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বাজারের সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের দামের ঊর্ধ্বগতির কারণে এবং অসহায় দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়ন ছাত্র জনতার উদ্যোগে চুনকুটিয়া এলাকায় ন্যায্য মূল্যের বাজার গড়ে তুলেছেন ছাত্র-ছাত্রীরা। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাজারে ভিড় করছেন এলাকার অসহায় দরিদ্র মানুষেরা।
বাজারের থেকে কম মূল্যে সবজি ক্রয় করতে পেরে দারুণ খুশি সাধারণ মানুষ । সবজি ক্রয় করতে আসা আব্দুর রহিম, করিম ,জব্বার, দুলাল এই প্রতিনিধিকে জানিয়েছেন যে, ছাত্রদের এই সবজি বাজারে বাজারের তুলনায় প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে সবজি পাওয়া যাচ্ছে, তাই একটু কমে ক্রয় করার জন্য এখানে এসেছি। মৌসুমী সবজি বাজারে ব্যাপক থাকলেও বাজার সিন্ডিকেটের কারণে স্থানীয় ব্যবসায়ীরা চড়া দামে বিক্রি করছেন । এরই প্রেক্ষিতে কেরানীগঞ্জ জেন জেড এর পরিচালনায় শুভাড্ডা ছাত্র জনতার উদ্যোগে ন্যায্য মূল্যের বাজার স্থাপন করা হয় । সকালে এই প্রতিবেদন করার সময় দেখা গেছে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা আনন্দ উদ্দীপনার মাধ্যমে এই বাজার পরিচালনা করছেন। এ সময় ছাত্রছাত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাদিয়া ইসলাম, জুনায়েদ আহমেদ, তনময় ইসলাম, তৌফিক আহমেদ, সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, ও জুম্মন ।
আয়োজকরা বলেছেন, অসহায় দরিদ্রদের মাঝে বাজার থেকে কম মূল্যে সবজি বিক্রি করতে পেরে তারা আনন্দিত । এরা সমাজের অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে সব সময় কাজ করেতে চান।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 






























