মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালালো ইসরাইল

ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ১২ জানুয়ারি, রোববার, লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যার মধ্যে সিরিয়া সীমান্ত বরাবর চোরাচালানের পথও অন্তর্ভুক্ত।

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করে ইসরাইল। কিন্তু ইসরাইল সেই চুক্তি আর মানছে না।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলা হয়েছে লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জান্তা শহরের উপকণ্ঠে এবং দক্ষিণের নাবাতিয়েহর কাছে। তবে হামলায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এমন কিছু লক্ষ্যবস্তুতে হামলা করেছে যেগুলো যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

এরমধ্যে রকেট উৎক্ষেপণ পয়েন্ট, সামরিক ক্ষেত্র ও চোরাচালানের পথ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে ২৬ জানুয়ারি।

জনপ্রিয়

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

যুদ্ধবিরতির মধ্যে লেবাননে হামলা চালালো ইসরাইল

প্রকাশের সময় : ০২:০২:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ১২ জানুয়ারি, রোববার, লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা লেবাননের হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা করেছে, যার মধ্যে সিরিয়া সীমান্ত বরাবর চোরাচালানের পথও অন্তর্ভুক্ত।

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে গত ২৭ নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করে ইসরাইল। কিন্তু ইসরাইল সেই চুক্তি আর মানছে না।

ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলা হয়েছে লেবাননের পূর্ব বালবেক অঞ্চলের জান্তা শহরের উপকণ্ঠে এবং দক্ষিণের নাবাতিয়েহর কাছে। তবে হামলায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এমন কিছু লক্ষ্যবস্তুতে হামলা করেছে যেগুলো যুদ্ধবিরতি পর্যবেক্ষকদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

এরমধ্যে রকেট উৎক্ষেপণ পয়েন্ট, সামরিক ক্ষেত্র ও চোরাচালানের পথ অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হবে ২৬ জানুয়ারি।