
রাজবাড়ী প্রতিনিধি
উৎসবমুখ মুখর পরিবেশে বাবুর্চির হাতে চলছে কয়েকশ মানুষের জন্য বিরিয়ানী রান্না। ডেকোরেটর থেকে আনা হয়েছে চেয়ার টেবিল। অতিথীদের আপ্যায়নের জন্য প্রস্তুত হচ্ছে আয়োজকরা।
এমন আয়োজন কোনো বিয়ে বাড়ি বা সামাজিক অনুষ্ঠানের জন্য নয়। এটি “ভালো কাজের হোটেল” এর জন্য। যেখানে খাবার খেতে লাগবে না কোনো টাকা পয়সা। শুধু দিনের একটি ভালো কাজের কথা বললেই মিলবে দুপুরের খাবার।
এমনই এক ভিন্নধর্মী বিনা পয়সার হোটেলের আয়োজন করেছে রাজবাড়ী জেলা শহরের কয়েকজন তরুণ যুবক।
ভালো কাজের বিনা পয়সার এই খাবার হোটেল বর্তমানে প্রতি মাসে দুইবার রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন ফুল তলায় আয়োজন করা হচ্ছে।
দাওয়াতের অতিথীদের মত সম্মানের সাথে খাবার খেতে পেরে আনন্দিত হয়েছেন সামাজের অবহেলিতো অসহায়, হত দরিদ্র,প্রতিবন্ধী,মানসিকভারসা ম্যহীন, দিন মজুর,ছিন্নমূল মানুষেরা।
রিকসা চালক রফিকুল ইসলাম বলেন, “ভালো কাজের হোটেল” এ আমরা আসি। ভালো একটা কাজের কথা বলি। দুপুরের খাবার পানি বিনামূল্যে খেতে পাই। আমরা অনেক খুশি।
ভ্যান চালক কুরবান মোল্লা বলেন, দুপুর বেলায় একটা হোটেলে খাবার তরকারী খেতে গেলে কমপক্ষে ১শ টাকা লাগে। আর এই ভালো কাজের হোটেলে বিনা পয়সায় পেট ভরে খেতে পারি। অনেক উপকার হয় আমাদের।
রেল স্টেশনের ভিক্ষুক পারভীন বেগম, রেল স্টেশনেই বসবাস করি। বাড়ি ঘর কিছু নাই। যে যা দেয় খাই। ছেলেরা অসহায় মানুষদের খাবার দেয়। অনেক ভালো কাজ করে।
প্রতিবন্ধী রাসেল সেখ বলেন, একজনের কাছে শুনে এখানে খেতে এসেছি। আজকে বিরিয়ানী খেতে দিয়েছে। অনেক মজা করে পেট ভরে খেয়েছি।
আয়োজকদের প্রধান সমন্বয়কারী মনিরুল হক সাগর বলেন, আমরা গত কয়েক বছর ধরে মানবতার সেবায় কাজ করছি। তারই ধারাবাহিতকায় একটি ভালো কাজের বিনিময়ে এই “ভালো কাজের হোটেল ” শুরু করেছি। আমাদের সাথে তরুণ প্রজন্ম, কয়েকজন ব্যবসায়ী,সংবাদকর্মী আছেন। সকলে মিলে এই খরচ বহন করছি। সমাজের বিত্তবান মানুষের প্রতি আমাদের আহবান সবাই নিজ নিজ জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাড়াবেন।
রাজবাড়ী প্রতিনিধি 







































