
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে রিদয় নামে এক জেলের জালে ধরা পড়েছে ৯ কেজি ওজনের চিতল ও ১০ কেজি ওজনের বিশাল আইড় মাছ।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে দৌলতদিয়া পদ্মা নদীর কবিরপুর চর এলাকা থেকে মাছ দু’টি ধরা পড়ে।

সকাল ৭টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দেলোয়ারের মৎস্য আড়ত প্রকাশ্য নিলামে ৯ কেজির চিতল মাছটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার ৪০০ টাকা এবং ১০ কেজি ওজনের আইড় মাছটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ২৩ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ
মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে চিতল মাছটি প্রতি কেজি ১৬৫০ টাকা দরে মোট ১৪ হাজার ৮৫০ টাকায় যশোর জেলায় একজন ক্রেতার কাছে বিক্রি করেছি। পাশাপাশি ১০ কেজির আইড় মাছটি বিক্রির আশায় অপেক্ষায় আছি।
রাজবাড়ী প্রতিনিধি 







































