বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চোর হলেও নীতি আছে!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী চুরির ঘটনা। উদ্দেশ্য ছিল শুধুমাত্র টাকা চুরি করা। কিন্তু আশানুরূপ টাকা না পেয়ে চোর দোকানের কোনো মালামাল না নিয়েই ফিরে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪টা ২০ মিনিটে শরণখোলার রায়েন্দা বাজারের সোনালী ভান্ডার নামে একটি মুদি দোকানে। দোকানের মালিক আব্দুর রব ফরাজী জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন সকালে এসে দেখেন, দোকানের শার্টারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান ক্যাশবক্স খোলা, তবে সবকিছু ঠিকঠাক অবস্থায় রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সাদা কাপড়ে মুখ বাঁধা চোর শুধু ক্যাশবক্স খুলে অল্প কিছু খুচরা টাকা নিয়ে চলে গেছে এবং যাওয়ার আগে শার্টারও বন্ধ করে দিয়েছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ ঘটনার ব্যাখ্যায় বলেন, “বহু মূল্যবান মালামাল থাকার পরও চোর কিছু নেয়নি। আবার ঠান্ডা মাথায় শার্টার বন্ধ করে গেছে। বলতে হবে, চোর হলেও তার নীতি আছে!” রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার জানান, চোরের উদ্দেশ্য ছিল শুধু টাকা নেওয়া। ঘটনাটি তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাজারের পাহারাদারদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।” 

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

চোর হলেও নীতি আছে!

প্রকাশের সময় : ০৬:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ঘটেছে এক ব্যতিক্রমী চুরির ঘটনা। উদ্দেশ্য ছিল শুধুমাত্র টাকা চুরি করা। কিন্তু আশানুরূপ টাকা না পেয়ে চোর দোকানের কোনো মালামাল না নিয়েই ফিরে গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪টা ২০ মিনিটে শরণখোলার রায়েন্দা বাজারের সোনালী ভান্ডার নামে একটি মুদি দোকানে। দোকানের মালিক আব্দুর রব ফরাজী জানান, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। পরদিন সকালে এসে দেখেন, দোকানের শার্টারের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখতে পান ক্যাশবক্স খোলা, তবে সবকিছু ঠিকঠাক অবস্থায় রয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সাদা কাপড়ে মুখ বাঁধা চোর শুধু ক্যাশবক্স খুলে অল্প কিছু খুচরা টাকা নিয়ে চলে গেছে এবং যাওয়ার আগে শার্টারও বন্ধ করে দিয়েছে। বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ ঘটনার ব্যাখ্যায় বলেন, “বহু মূল্যবান মালামাল থাকার পরও চোর কিছু নেয়নি। আবার ঠান্ডা মাথায় শার্টার বন্ধ করে গেছে। বলতে হবে, চোর হলেও তার নীতি আছে!” রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বাবুল তালুকদার জানান, চোরের উদ্দেশ্য ছিল শুধু টাকা নেওয়া। ঘটনাটি তদন্তের জন্য সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাজারের পাহারাদারদের আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”