বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত

ছবি-সংগৃহীত

রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়েই ইউক্রেনীয় সেনাদের হাতে নিহত হয়েছেন ১২ জন ভারতীয়। সেই সঙ্গে যুদ্ধে যোগ দেয়া আরও ১৬ ভারতীয় নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ের শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য উঠে এসেছে।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, বর্তমানে রাশিয়ার হয়ে যেসব ভারতীয় যুদ্ধ করছেন, তাদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত যুদ্ধে ১২ জন ভারতীয় নিহত হয়েছেন।

রণধীর জসওয়াল বলেন, আমরা শুক্রবার পর্যন্ত রুশ সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়ের কাজ করার ব্যাপারে জেনেছি। যাদের মধ্যে ৯৬ জনকে রুশ সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তবে এখনো ১৮ জন ভারতীয় রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার হয়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গত ১৪ জানুয়ারি ভারতের কেরেলার এক যুবক নিহত হওয়ার হন। ওই ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রতিবেশী দেশটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রুশ সরকারের কাছে নিজ দেশের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি জানায় নয়াদিল্লি।

জনপ্রিয়

খেজু‌রের রস খে‌তে গিয়ে শিয়ালের কামড়, ৪ জন আহত

রুশ বাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়ে ১২ ভারতীয় নিহত

প্রকাশের সময় : ০৮:৫৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করতে গিয়েই ইউক্রেনীয় সেনাদের হাতে নিহত হয়েছেন ১২ জন ভারতীয়। সেই সঙ্গে যুদ্ধে যোগ দেয়া আরও ১৬ ভারতীয় নিখোঁজ রয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ের শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য উঠে এসেছে।

ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল জানান, বর্তমানে রাশিয়ার হয়ে যেসব ভারতীয় যুদ্ধ করছেন, তাদের ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনা চলছে। এখন পর্যন্ত যুদ্ধে ১২ জন ভারতীয় নিহত হয়েছেন।

রণধীর জসওয়াল বলেন, আমরা শুক্রবার পর্যন্ত রুশ সেনাবাহিনীতে ১২৬ ভারতীয়ের কাজ করার ব্যাপারে জেনেছি। যাদের মধ্যে ৯৬ জনকে রুশ সশস্ত্র বাহিনী থেকে ছেড়ে দেয়া হয়েছে এবং তারা ইতোমধ্যে দেশে ফিরে এসেছেন। তবে এখনো ১৮ জন ভারতীয় রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করছেন। তাদের মধ্যে ১৬ জনের কোনো খোঁজ নেই বলে জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার হয়ে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে গত ১৪ জানুয়ারি ভারতের কেরেলার এক যুবক নিহত হওয়ার হন। ওই ঘটনার পর থেকে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে প্রতিবেশী দেশটি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রুশ সরকারের কাছে নিজ দেশের নাগরিকদের যুদ্ধ করার বিষয়টি জানায় নয়াদিল্লি।