
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন গুপ্ত হত্যা, গুম ও ক্রসফায়ার ছিলো শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিলো। রাজধানীর দক্ষিণখানে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আজ শনিবার সকালে এসব কথা বলেন।
শেখ হাসিনা শুধু তার গদিকে আঁকড়ে রাখার জন্য মানুষকে মানুষ মনে করেনি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, হামলা মামলা ছাড়াও নির্বিচারে গুলি করতে দ্বিধা করেনি শেখ হাসিনা। শেখ হাসিনা মনে করত যে তার বিরুদ্ধে কথা বলবে সে পাপী।
যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতে গেছে তাদের অনেককে হত্যা করে নদী নালা খাল বিলে ফেলে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার রক্তের মধ্যেই নিষ্ঠুরতা রয়েছে। শেখ মুজিব সব দল বন্ধ করেছিলেন, খবরের কাগজ পড়ার অধিকার বন্ধ করেছিলেন, পাঠ্যবই থেকে ইতিহাস মুছে দিয়েছিলেন।
সাহিত্যিক ও ইতিহাসবিদদের দিয়ে মিথ্যা ইতিহাস লিখিয়েছে শেখ মুজিব উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটাকেও তিনি পাল্টে দিতে চেয়েছিলেন।
রিজভী আরও বলেন, এদের টাকার প্রতি খুব লোভ। তিনি বাংলাদেশকে একটি লুটপাটের খনি মনে করেছিলেন, কিয়ামতের আগ পর্যন্ত যাতে তিনি শান্তিতে বসবাস করতে পারে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এম কফিক উদ্দিন আহমেদের সৌজন্যে দুই শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 







































