মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনাকে রুখে দিলো গেতাফে

ছবি: সংগৃহীত

দারুণ ছন্দে থাকা বার্সেলোনার সুযোগ ছিল এবার এস্তাদিও কলিজিয়াম আলফোনসো পেরেজে জয় তুলে নেয়ার। কারণ গত কয়েক বছর ধরে এই মাঠে জয় পায়নি কাতালানরা। সর্বশেষ ২০১৯ সালে এই মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিলেন তৎকালীন বার্সা বস এর্নেস্তো ভালভের্দে। এরপর কেটে গেছে চারটি বছর।

এর মাঝে রোনালদো কুমান পারেননি, শাভি এরনান্দেসও কলিজিয়াম থেকে জয় নিয়ে ফিরতে পারেননি। এমনকি, গোল করা তো দূরের ব্যাপার, এই স্টেডিয়ামটিতে গত চার মৌসুমে গোলই করতে পারেনি বার্সেলোনা। এর মাঝে সবগুলো ম্যাচ গোলশুন্য ড্র করলেও হেরেছে কেবল একটিতে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে হান্সি ফ্লিকের অধীনে গোল করার অভিশাপ ভাঙলেও জয় নিয়ে ফিরতে পারল না কাতালানরা। পঞ্চম বছরে এসেও জয়বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয়েছে ফ্লিকের শিষ্যদের। এদিন স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

এই ম্যাচ ড্র করায় এ নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল। যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। নবম মিনিটে পেদ্রির পাস পেয়ে গোল করেন জুলস কুন্দে। গেতাফে সমতায় ফিরতে সময় নিয়েছে ২৫ মিনিট। ম্যাচের ৩৪তম মিনিটে বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক পেনিয়া এক হাতে ফেরালেও, কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধে ইয়ামালের প্রচেষ্টা প্রতিহত করে গেতাফে গোলরক্ষক। এছাড়াও বার্সেলোনার কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন গেফাতের গোলরক্ষক সোরিয়া। ম্যাচে ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।

উল্লেখ্য, ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে গেতাফে। এদিকে একই দিন লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শীর্ষস্থান মজবুত করতে পারল না সিমিওনের দল। রবিবার (১৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ লাস পালমাসের সঙ্গে জয় পেলেই শীর্ষস্থান হারাবে অ্যাতলেটিকো।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

বার্সেলোনাকে রুখে দিলো গেতাফে

প্রকাশের সময় : ১২:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দারুণ ছন্দে থাকা বার্সেলোনার সুযোগ ছিল এবার এস্তাদিও কলিজিয়াম আলফোনসো পেরেজে জয় তুলে নেয়ার। কারণ গত কয়েক বছর ধরে এই মাঠে জয় পায়নি কাতালানরা। সর্বশেষ ২০১৯ সালে এই মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিলেন তৎকালীন বার্সা বস এর্নেস্তো ভালভের্দে। এরপর কেটে গেছে চারটি বছর।

এর মাঝে রোনালদো কুমান পারেননি, শাভি এরনান্দেসও কলিজিয়াম থেকে জয় নিয়ে ফিরতে পারেননি। এমনকি, গোল করা তো দূরের ব্যাপার, এই স্টেডিয়ামটিতে গত চার মৌসুমে গোলই করতে পারেনি বার্সেলোনা। এর মাঝে সবগুলো ম্যাচ গোলশুন্য ড্র করলেও হেরেছে কেবল একটিতে।

গতকাল শনিবার (১৮ জানুয়ারি) রাতে হান্সি ফ্লিকের অধীনে গোল করার অভিশাপ ভাঙলেও জয় নিয়ে ফিরতে পারল না কাতালানরা। পঞ্চম বছরে এসেও জয়বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয়েছে ফ্লিকের শিষ্যদের। এদিন স্বাগতিকদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।

এই ম্যাচ ড্র করায় এ নিয়ে লিগে সবশেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল। যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের দুইটি গোলই হয়েছে প্রথমার্ধে। নবম মিনিটে পেদ্রির পাস পেয়ে গোল করেন জুলস কুন্দে। গেতাফে সমতায় ফিরতে সময় নিয়েছে ২৫ মিনিট। ম্যাচের ৩৪তম মিনিটে বক্সের ভেতর থেকে কোবা দা কস্তার ভলি গোলরক্ষক পেনিয়া এক হাতে ফেরালেও, কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধে ইয়ামালের প্রচেষ্টা প্রতিহত করে গেতাফে গোলরক্ষক। এছাড়াও বার্সেলোনার কয়েকটি আক্রমণ ঠেকিয়ে দেন গেফাতের গোলরক্ষক সোরিয়া। ম্যাচে ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনাকে।

উল্লেখ্য, ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে বার্সেলোনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে গেতাফে। এদিকে একই দিন লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে লিগ লিডার অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শীর্ষস্থান মজবুত করতে পারল না সিমিওনের দল। রবিবার (১৯ জানুয়ারি) রিয়াল মাদ্রিদ লাস পালমাসের সঙ্গে জয় পেলেই শীর্ষস্থান হারাবে অ্যাতলেটিকো।