
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দেশের প্রথম ফুল এইচডি স্যাটেলাইট চ্যানেল এসএটিভির ১৩ তম বর্ষে পর্দাপন উপলক্ষে সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় এ উপলক্ষে মুন্সীগঞ্জের আঞ্চলিক প্রেসক্লাব বলে পরিচিত লৌহজংয়ের হলদিয়ায় অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো:মাসুূদ খানের সভাপতিত্বে ও এসএটিভির জেলা প্রতিনিধি ও বিক্রমপুর প্রেসক্লাব,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক,লৌহজং প্রেসক্লাবের সভাপতি এম.তরিকুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো:হাফিজুর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর মো:জামাল উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারী ও পদ্মা থানা উত্তরের জামায়াতের আমির মুফতি আনোয়ার হোসেন,পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন, টিআই জিয়াউল হায়দার,জাতীয়তাবাদী শ্রমিক দলের লৌহজং উপজেলা শাখার সভাপতি মো:আওলাদ হোসেন খান,জামায়াতে সাবেক উপজেলা আমির মো:সেলিম শেখ।
এ সময়ে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ফারুক আহম্মেদ রফিক, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো:জাকির হোসেন সিকদার,বিক্রমপুর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শ্রীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আধীর রাজবংশী,মেহেদী হাসান সুমনসহ আরো অনেকেই।এ সময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহীদ সুরুজ, কোষাদক্ষ আফরোজা আক্তার, কার্য্যকারী সদস্য মো:রাকিব শেখ,মুভি বাংলা টিভির প্রতিনিধি মো:তরিকুল ইসলামসহ ভিবিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানটি শেষ হয়।
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি: 




































