বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আফ্রিকান নারী আটক

ছবি-সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের  সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বিজিবি। ফেনীর বিজিবির ৪ ব‍্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

আটক আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আফ্রিকান নারী নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘আটক ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত একটি ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি ও দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে পরশুরাম থানায় হস্তান্তর করা হয় তাকে।’

পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আফ্রিকান নারী আটক

প্রকাশের সময় : ০২:১৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের  সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বিজিবি। ফেনীর বিজিবির ৪ ব‍্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার বাংলাদেশ-ভারত সীমান্তের ফেনীর পরশুরাম নিজকালিকাপুর থেকে তাকে আটক করা হয়।

আটক আফ্রিকান নাগরিক ইলমা (২৬) সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আফ্রিকান নারী নাগরিক ইলমা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তাকে আটক করে।’

তিনি আরও বলেন, ‘আটক ইলমার কাছ থেকে তার ব্যবহ্নত একটি ফোন, ১০০ মার্কিন ডলার, ভারতীয় রুপি ও দুটি ব্যাগ জব্দ করা হয়। পরে পরশুরাম থানায় হস্তান্তর করা হয় তাকে।’

পরশুরামের ওই এলাকা থেকে এর আগেও বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।