শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জিল্লু ভান্ডারী হত্যার দশ বছর আজ, আসামীদের ফাঁসি কার্যকর চান পরিবার

ইনসেটে জিল্লুর রহমান ভান্ডারী।

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মাইজভান্ডার দরবার শরীফের খাদেম উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা ফকির জিল্লুর রহমান ভান্ডারী হত্যার দশ বছর আজ।
মঙ্গলবার (২১ জানুয়ারি)। এই উপলক্ষে নিহতের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হয়।
২০১৫ সালের ২১ জানুয়ারি এদিন রাতে রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট বাজারের  নিজ দোকান থেকে তুলে নিয়ে রানীরহাট কলেজ মাঠে জিল্লুর ভান্ডারিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। চট্টগ্রামের আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুবার্ষিকীতে হত্যাকারীদের ফাঁসির দ্রুত রায় কার্যকর ও পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মো. ইকবাল হোসেন বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যার পর হত্যাকারীদের বাঁচাতে প্রভাবশালী মহল নানাভাবে চেষ্টা করেছে। একপর্যায়ে মামলা-হামলা ও আমাদের প্রাণনাশেরও চেষ্টা চালায়। এখনো তারা নানা অপপ্রচারসহ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর ২০১৬ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সাত বছর পর এ রায় দেন আদালত। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবী জানাচ্ছি।” এদিকে ফাসির রায় কার্যকরের পাশাপাশি পলাতক আসামিদেরও অবিলম্বে গ্রেফতার দাবী জানিয়েছেন এলাকাবাসী।
জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জিল্লু ভান্ডারী হত্যার দশ বছর আজ, আসামীদের ফাঁসি কার্যকর চান পরিবার

প্রকাশের সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মাইজভান্ডার দরবার শরীফের খাদেম উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা ফকির জিল্লুর রহমান ভান্ডারী হত্যার দশ বছর আজ।
মঙ্গলবার (২১ জানুয়ারি)। এই উপলক্ষে নিহতের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচী পালন করা হয়।
২০১৫ সালের ২১ জানুয়ারি এদিন রাতে রাঙ্গুনিয়ার রাজানগর রানীরহাট বাজারের  নিজ দোকান থেকে তুলে নিয়ে রানীরহাট কলেজ মাঠে জিল্লুর ভান্ডারিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে সন্ত্রাসীরা। চট্টগ্রামের আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িতদের দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুবার্ষিকীতে হত্যাকারীদের ফাঁসির দ্রুত রায় কার্যকর ও পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিহতের ছোট ভাই সৌদি প্রবাসী মো. ইকবাল হোসেন বলেন, “আমার ভাইকে নির্মমভাবে হত্যার পর হত্যাকারীদের বাঁচাতে প্রভাবশালী মহল নানাভাবে চেষ্টা করেছে। একপর্যায়ে মামলা-হামলা ও আমাদের প্রাণনাশেরও চেষ্টা চালায়। এখনো তারা নানা অপপ্রচারসহ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর ২০১৬ সালের ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। ২০১৯ সালের ২৮ মে ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সাত বছর পর এ রায় দেন আদালত। আমরা এই রায় দ্রুত কার্যকরের দাবী জানাচ্ছি।” এদিকে ফাসির রায় কার্যকরের পাশাপাশি পলাতক আসামিদেরও অবিলম্বে গ্রেফতার দাবী জানিয়েছেন এলাকাবাসী।