শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় ইটভাটাকে ৫ লাখ জরিমানা, চিমনি ধ্বংস

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন অবৈধ পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে ড্রাম চিমনি ধ্বংস ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জানুয়ারি) উপজেলার সরফভাটা ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনা ও পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত করা, পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানোর অপরাধে ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস ও পাহাড়ি মাটি দিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা, বনের কাঠ পোড়ানো ও কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চালাকালে রাঙ্গুনিয়া মডেল থানা,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
জনপ্রিয়

আমি অনেক আগে থেকেই বেগম জিয়ার ভক্ত ছিলাম: আসিফ নজরুল

রাঙ্গুনিয়ায় ইটভাটাকে ৫ লাখ জরিমানা, চিমনি ধ্বংস

প্রকাশের সময় : ০৯:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ও দক্ষিণ রাজানগর ইউনিয়ন অবৈধ পাহাড় কাটা, বালু উত্তোলন ও টপ সয়েল কেটে ইট ভাটায় ব্যবহার করার অপরাধে ড্রাম চিমনি ধ্বংস ও ৫ লাখ টাকা জরিমানা করেছেন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন।
বুধবার (২২ জানুয়ারি) উপজেলার সরফভাটা ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, উপজেলার জঙ্গল সরফভাটা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনা ও পাহাড় কেটে মাটি দিয়ে ইট প্রস্তুত করা, পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি ব্যবহার করে ইট পোড়ানোর অপরাধে ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস ও পাহাড়ি মাটি দিয়ে প্রস্তুতকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।
তিনি আরও বলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অবৈধভাবে পাহাড় কাটা, বনের কাঠ পোড়ানো ও কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা (স্থাপন) নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ১৫(১)(ক) ধারায় ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থ ও জনস্বাস্থ্য বিবেচনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চালাকালে রাঙ্গুনিয়া মডেল থানা,দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করে।