সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

ছবি-সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে তাদের ফেরত আনা হয়।

জানা গেছে, মা ও ছেলেকে শনিবার রাত ৮টার দিকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তারা হলেন- রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩-এর ২/এস পিলার এলাকা দিয়ে মা-ছেলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি।

পরে বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।

সুবেদার মনিরউদ্দীন বলেন, ‘আটক মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে মা ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।

জনপ্রিয়

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটন

মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

প্রকাশের সময় : ১২:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে তাদের ফেরত আনা হয়।

জানা গেছে, মা ও ছেলেকে শনিবার রাত ৮টার দিকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। তারা হলেন- রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মনিরউদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের ৩৩৩-এর ২/এস পিলার এলাকা দিয়ে মা-ছেলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ তাদের আটক করে। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি।

পরে বিকালে চান্দেরহাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন সুবেদার মনিরউদ্দীন এবং বিএসএফের পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।

সুবেদার মনিরউদ্দীন বলেন, ‘আটক মা ও ছেলেকে পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি। ভারতে অনুপ্রবেশের অভিযোগে মা ও ছেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আটক মা ও ছেলের বিরুদ্ধে সীমান্ত আইনে মামলা করেছে বিজিবি।