শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কারের বিস্ফোরণের ৬ জনের মৃত্যু

ছবি: জিও নিউজ

পাকিস্তানের বানিজ্যিক প্রদেশ মুলতানের হামিদপুর কানোরা এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানায় উদ্ধারকারী কর্তৃপক্ষ। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। যার কারণে ট্যাঙ্কারের ধ্বংসাবশেষ কাছাকাছি বসতিগুলোতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিভানো সম্ভব হয়েছে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

প্রথমে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়, তবে উদ্ধারকারী কর্মকর্তারা আরও একটি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়। মৃতদের মধ্যে এক কিশোরী এবং দুইজন নারী রয়েছেন।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে আশপাশের অন্তত ২০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুলতান শহরের পুলিশ অফিসার (সিপিও) সাদিক আলী জিও নিউজকে বলেন, ‘বিস্ফোরণের কারণে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আগুনে অনেক গবাদিপশু মারা গেছে।’

তিনি আরও জানান, গ্যাস ট্যাঙ্কার লিক হওয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে কিছু লোক গ্যাসের গন্ধ পেয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।

সিপিও আলী আরও জানান, গ্যাস লিক হওয়া অব্যাহত থাকায় কর্তৃপক্ষ ওই এলাকায় নিরাপত্তার জন্য লোকজনকে সরিয়ে নিয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

সূত্র: জিও নিউজ

জনপ্রিয়

তারেক রহমান সপরিবারে যমুনায়

পাকিস্তানে গ্যাস ট্যাঙ্কারের বিস্ফোরণের ৬ জনের মৃত্যু

প্রকাশের সময় : ০১:৫৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের বানিজ্যিক প্রদেশ মুলতানের হামিদপুর কানোরা এলাকায় গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরিত হয়ে ছয়জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানায় উদ্ধারকারী কর্তৃপক্ষ। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। যার কারণে ট্যাঙ্কারের ধ্বংসাবশেষ কাছাকাছি বসতিগুলোতে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিভানো সম্ভব হয়েছে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।

প্রথমে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া যায়, তবে উদ্ধারকারী কর্মকর্তারা আরও একটি মৃতদেহ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হয়। মৃতদের মধ্যে এক কিশোরী এবং দুইজন নারী রয়েছেন।

পুলিশ জানায়, বিস্ফোরণের কারণে আশপাশের অন্তত ২০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুলতান শহরের পুলিশ অফিসার (সিপিও) সাদিক আলী জিও নিউজকে বলেন, ‘বিস্ফোরণের কারণে বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আগুনে অনেক গবাদিপশু মারা গেছে।’

তিনি আরও জানান, গ্যাস ট্যাঙ্কার লিক হওয়ার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে কিছু লোক গ্যাসের গন্ধ পেয়ে এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।

সিপিও আলী আরও জানান, গ্যাস লিক হওয়া অব্যাহত থাকায় কর্তৃপক্ষ ওই এলাকায় নিরাপত্তার জন্য লোকজনকে সরিয়ে নিয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

সূত্র: জিও নিউজ