
সাতক্ষীরা প্রতিনিধি
“সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের” এই প্রতিপাদ্যে দি বেস্ট কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সাতক্ষীরা শহরের মাছখোলা ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামান মার্কেটে ঐতিয্যবাহি বেস্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দি বেস্ট কোচিং সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রাক্তন শিক্ষক শেখ নাজিমউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোচিং সেন্টারটির শুভ উদ্বোধন করেন বেস্ট গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম মোঃ আব্দুল হাকিম, ব্যাবস্থাপক শিক্ষক কৌশিক স্যারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিম মাছখোলা মসজিদের খতিব আলহাজ্ব ফজলুর রহমান। গ্রাম ডাক্তার মোঃ দেলোয়ার হোসেন, মোঃ হুমায়ুনসহ কোচিং সেন্টারের ছাত্র/ছাত্রী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। কোচিংটির বৈশিষ্ট্য- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা দ্বারা পাঠদান। ইংরেজী, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের উপরে সার্বিক গুরুত্ব প্রদান। সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট শীটের মাধ্যমে অভিভাবকগণকে অবহিত করা। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে সর্বক্ষণ সচেষ্ট। কোচিং সেন্টারটি নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত।
সাতক্ষীরা প্রতিনিধি 







































