
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে কুড়িগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি ইটভাটাকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (২৯ জানুয়ারী) সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রাম এর যৌথ উদ্যোগে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সদরের টগরাইহাটে অবস্থিত মেসার্স ডি কে ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙ্গে দেয়া সহ ভাটার আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলার মাধ্যমে ভাটার কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয়া হয়।
ভ্রাম্যমান আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস টিম,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন,পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ 




































