
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো
রাঙ্গুনিয়ার সরফভাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলার সরফভাটা ইউনিয়নের ইত্যাদি চত্বর, ক্ষেত্রবাজার সহ স্হানীয় জনসাধারণ ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করেন।
প্রধান অতিথি হিসেবে লিফলেট বিতরণ উদ্বোধন করেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গণি।
ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদুল আলম জনির সঞ্চালনায় ও সরফভাটা ইউনিয়ন বিএনপির সি. সহ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল আবছার মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী, সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আইয়ুব, দক্ষিন রাঙ্গুনিয়া যুবদল নেতা দিদার আলম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার ওসমান গণি বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত ও পথের সমন্বয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অর্ন্তভূক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে থাকবে না কোন বৈষম্য এবং প্রশাসনিক দপ্তর ও রাষ্ট্রীয় সহ সমাজের যে কোন কর্মকান্ডে থাকবে জবাবদিহিতা।
এসময় বিএনপি নেতা সাংবাদিক কামরুল ইসলাম, আব্দুল মান্নান, সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার ইসলাম, জহিরুল ইসলাম বুলু, ডাঃ সন্তোষ কুমার, আবু বক্কর চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, মো. ইসমাইল, মাওলালা রফিক ইসলাম, আক্তার হোসেন, মুবিন চৌধুরী, সাকি চৌধুরী, মাওলানা জমির, মনছুর, করিম, শফি, মহিলাদল নেত্রী শানু আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 






































