
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজদিখানে প্রতিযোগিতার মাধ্যমে লতব্দী-বালুচরসহ বিভিন্ন ইউনিয়নে তিন ফসলি জমি থেকে মাটি কাটার মহোৎসব চলছে। অবৈধ মুনাফার জন্য এসব কাজে সহযোগিতা করছেন রাজনৈতিক দলের নেতারা।
ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন মাটি কাটার বিষয় জানার পর নামমাত্র অভিযান পরিচালনা করে কিছু জরিমানা করলেও বন্ধ হচ্ছে না মাটি কাটা। রহস্যজনক কারণে পালন করা হচ্ছে নীরবতা। যেন দেখার কেউ নেই।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১.৩০ এর দিকে ইছাপুরায় তিন ফসলি জমির মাটি কাটা বন্ধে ও জুলাই আন্দোলনে বাধাদানকারী নিষিদ্ধ ছাত্রলীগের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সিরাজদিখান ছাত্র সমাজ ও সাধারণ ছাত্রছাত্রীসহ এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে রাতুল হাসান শান্ত, রিয়াজ মাহমুদ, নাইমুজ্জামান নয়ন, আনিস আহমেদ, ইয়ামিন শেখ, সৈয়দ মেহেদী হাসান, নাগরিক কমিটির এডভোকেট মারুফ হাসান মন্টি প্রমুখ।
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 





































