
যশোর অফিস
আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলার উদ্যোগে বাঘারপাড়া মডেল মাদ্রাসার সমনে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতেরো সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির আব্দুস সাত্তার, সেক্রেটারি বাঘারপাড়া পৌরসভার সেক্রেটারি আব্দুল হক শ্রমিক নেতা আব্দুল হাই ও রিয়াজুল ইসলাম প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন।জামায়াত সুযোগ পেলে একটি মানবিক রাষ্ট্র গঠন করবে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সুখে শান্তিতে থাকতে পারবে।কোন ভেদাভেদ থাকবে না, চুরি ডাকাতি ছিনতাই থাকবে না, মানুষের কাছে চাই। সবাই সবার অধিকার ফিরে পাবে।
যশোর অফিস 







































