
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী , এমপি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, পরীক্ষায় ভালো ফলাফল করে আগামী দিনে কেরানীগঞ্জের চরাইল নুরুল হক উচ্চ বিদ্যালয় দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ । সেই জন্য বিদ্যালয়ের শিক্ষক, মা বাবা ও পরিবারের সবাইকে যোগ্য সন্তান ও ছাত্র-ছাত্রী তৈরীর লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী দিনে এই স্কুলটি হবে অন্যান্য স্কুলের অনুকরণ।
তিনি আরো বলেন, আগামী দিনে দেশ পরিচালনায় ছাত্র-ছাত্রীদের যোগ্য ও মেধাবী হওয়ার প্রয়োজন রয়েছে।
মেধাবীরা দেশের সেবায় এগিয়ে আসলে, দেশে অন্যায় ,অত্যাচার ,অবিচার ,জুলুম ও নির্যাতন কমবে।
তিনি আরো বলেন, ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ও খেলাধুলার মানবিক বিকাশের জন্য বিএনপি’র পক্ষ থেকে স্কুলগুলোতে সার্বিক সহযোগিতা করা হবে । শিক্ষাই জাতির মেরুদন্ড। তাই শিক্ষা ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যথেষ্ট অবদান রয়েছে ও তারেক রহমানের নির্দেশনা পালন করে বিএনপির পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে । আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ছাত্র-ছাত্রীদের আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে তাদের প্রতি আমাদের সবার সচেষ্ট থাকতে হবে ।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমানুল্লাহ আমান এলাকায় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই এলাকায় দলের নাম ভাঙ্গিয়ে বা অন্য ফ্যাসিস্টদের সাথে সখ্যতা গড়ে তুলবেন তাদের সংগঠনে জায়গা হবে না । যারা এলাকায় অন্যায় ,অত্যাচার ,জুলুম নির্যাতন করবে তাদের বিএনপিতে ঠাঁই নেই । মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারী সবাইকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার আহবান জানান তিনি। দলের সুনাম ও সম্মান রক্ষায় কেরানীগঞ্জের প্রতিটি নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে । কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হবে মানুষের কল্যাণে গড়ে ওঠা একটি আদর্শ থানা । আগামী দিনে বিএনপি সরকার পরিচালনায় নেতৃত্বে আসলে এলাকার সকল রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান আধুনিকায়ন উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ ।
আমান উল্লাহ আমান আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী চরাইল নুরুল হক উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন পিনু , সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী , ও কালিন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মেহেবুব হোসেন ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবী ও চরাইল নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এডহোক কমিটির সভাপতি মোঃ শামসুল হক লিটন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন সিকদার ।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের কেরানীগঞ্জ মডেল থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও কাব ,স্কাউট ও গার্লস গাইড সদস্যরা শুরুতেই প্রধান অতিথিকে মার্চ পাস্ট ও কুচকাওয়াজ এর মাধ্যমে সম্মাননা প্রদান করেন ।
প্রধান অতিথি আমান উল্লাহ আমান অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত এবং বিদ্যালয়ের নামের ফলকের বেলুন ও পায়রা উড়িয়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 




































