
যশোর অফিস
মাদ্রাসা শিক্ষার্থীকের উত্যক্ত ফুসলিয়ে এক পর্যায়ে প্রেমের প্রস্তাবসহ ও ভিডিও কলে আলাপ চারিতার ছবি নিয়ে ৮লাখ টাকা চাঁদাদাবি করে ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মাদ্রাসা শিক্ষার্থীর পিতা বাদি হয়ে পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। মামলায় আসামী করেন, যশোরের ঝিকরগাছা থানার কায়েমকোলা কলেজের পাশে রফিউল ইসলামের ছেলে ইমরানসহ অজ্ঞাতনামা ২/৩জন। মামলার তদন্তকারী কর্মকর্তা শুক্রবার সকালে চাঁদাবাজ যুবক ইমরান হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। মামলাটি করেন, যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের মৃত মহাসিন আলী বিশ^াসের ছেলে তৌহিদুর রহমান।
মামলায় বাদি উল্লেখ করেন, তার মেয়ে নাইমা খাতুন (১৬) একটি মাদ্রাসায় ১০ম শ্রেনীতে লেখাপড়া করে। বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়া আসার সময় উক্ত লম্পট ইমরান হোসেন তাকে উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিতো। এক পর্যায় ফুসলিয়ে কথাবার্তা ও অপহরণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এর আগে উক্ত লম্পট যুবক মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ভিডিও কলে কথাবার্তা বলার সুযোগে বাদির মেয়ের ছবি ভিডিও ধারণ করে। পরবর্তীতে বাদি তার মেয়েকে বাড়ি হতে বের হতে না দেয়ায় উক্ত যুবক বাদির বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে মেয়ের ধারণকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকী দেয়। এক পর্যায় উক্ত যুবক ৮লাখ টাকা দাবি করে নইলে বাদির মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার হুমকী দেয়ার এক পর্যায় ছেড়ে দেয়। বাদি বিভিন্ন মানুষের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে বাদি ঘটনার ব্যাপারে স্থানীয় লোকজনকে জানিয়ে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা লম্পট যুবক ইমরানকে শুক্রবার সকালে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
যশোর অফিস 







































