
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুমকির কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশবাসীকে কঠিন সময়ের জন্য তৈরি হওয়ার আহ্বান জানান তিনি।
ক্ষমতায় এসেই একের পর এক নির্বাহী আদেশ আর নিষেধাজ্ঞার ঝড় তুলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের আগেই তিনি এমন আভাস দিয়েছিলেন, যে তার এবারের শাসনামল মার্কিন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে চলেছে। নিজের এই পূর্বাভাসকে সত্য প্রমাণ করতে কাজও করে চলেছেন তিনি।
শনিবারের (১ ফেব্রুয়ারি) মধ্যে কানাডা এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধেই এমন কঠোর পদক্ষেপ বলে জানান ট্রাম্প।
তবে, শুল্ক আরোপ করায় যথাযথ প্রতিক্রিয়ার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে শুক্রবার কানাডার প্রধানমন্ত্রী বলেন, তার প্রশাসন পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ কি হতে পারে তা নির্ধারণে কাজ চালিয়ে যাচ্ছে।
তবে পরিস্থিতি বিবেচনায় দেশবাসীকে আসন্ন কঠিন সময়ের জন্যও তৈরি থাকার আহ্বান জানান তিনি। ট্রুডো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভব হলে কালই কানাডার ওপর শুল্ক আরোপ করতে চান। আমরা জানি না এরপর দেশে ঠিক কি অবস্থা হতে চলেছে। তবে, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ওপর শুল আরোপ করলে এর যথাযথ প্রতিক্রিয়া তিনি পাবেন।
এদিকে, কানাডা পাল্টা জবাবের প্রস্তুতি নিলেও সে পথে হাঁটছে না মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম জানান, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করবে কিনা সে পর্যন্ত অপেক্ষা করবে তারা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে মেক্সিকোর।
শুল্ক আরোপের এই খেলায় দুই দেশের অর্থনীতিই বিপর্যস্ত হতে যাচ্ছে বলে দাবি মেক্সিকোর প্রধানমন্ত্রীর। এ অবস্থায়, যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত পরিবর্তন করলে তা দুই দেশের জন্যই ইতিবাচক হবে বলে মন্তব্য করেন তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 







































