
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) জেলা শাখা।
সোমবার ( ৩ ফেব্রুয়ারি)দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ শভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষন,নির্যাতন, লুটপাট করে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। মাত্র ৬ মাসের মাথায় তারা আবার মাতা চারা দিয়ে উঠার দুঃসাহস করছে। তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
রাজবাড়ী প্রতিনিধি 


































