
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে শ্রীনগর উপজেলার পাঠাভোগ ইউনিয়নের বেজগাও বাসস্ট্যান্ডে ঢাকা গামি মোটরসাইকেল আরোহী দ্রুত গতি নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে চালক ও আরোহীর স্ত্রী গুরুতর আহত হয়।
আহতরা হলেন ঢাকার জুরাইন এলাকার মুরাদপুরের বাসিন্দা মৃত মোঃ মোতালেব এর ছেলে মোঃ মাজহারুল ইসলাম(৫৫) ও স্ত্রী মোসাঃ তাসলিমা(৪৫)।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আহত রোগীদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।
শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ 







































