
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় গণগ্রন্থাগার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বিকালে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সহকারী লাইব্রেরীয়ান মুখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল- হুসনা,
বীর মুক্তিযোদ্ধা মো: নওশেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে বই বিতরণ, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিরতণ করা হয়। একই সাথে বীরমুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আসন ও শিশু কর্নার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমী।
আল মোজাহিদ বাবু , বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 







































