
যুক্তরাষ্ট্রের প্রেসিডন্ট ডোনাল্ডে ট্রাম্প গাজা অঞ্চল দখলের ঘোষণা দেওয়ার পর ঘোর প্রতিবাদ জানিয়েছে চীন। বুধবার (৫ ফেব্রুয়ারি) গাজাবাসীদের ‘জোরপূর্বক স্থানান্তরের’ বিরুদ্ধে বিবৃতি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে বেইজিং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘যুদ্ধপরবর্তী সময়ে ফিলিস্তিনের ক্ষমতাভার শুধুমাত্র ফিলিস্তিনিদের হাতেই থাকবে- এ বিষয়ে বেইজিংয়ের অবস্থান স্পষ্ট। ট্রাম্প যেভাবে গায়ের জোরে গাজার বাসিন্দাদের সরিয়ে দিত্রে চাইছেন-বেইজিং তার প্রতিবাদ জানাচ্ছে।’
রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন লিন।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, ‘গাজা উপত্যকা দখলে নেবে যুক্তরাষ্ট্র; আমরা হব গাজার মালিক। এই ঘোষণার পর সমালোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।
সূত্র: এএফপি
আন্তর্জাতিক ডেস্ক 







































