
ছিমছাম পোশাক আর অনবদ্য গল্পের সিনেমায় কাজ করার জন্য বেশ প্রশংসিত দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এবার কাজ করতে চলেছেন ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায়।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমা মানেই বক্স অফিস তোলপাড়। তার ‘অর্জুন রেড্ডি’ সিনেমা দারুণ সাফল্য পায়। সেটিতে কাজ করার কথা ছিল সাই পল্লবীর, কিন্তু পরে আর তা হয়নি।
সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এখানে বিজয়ের বিপরীতে ছিলেন শালিনী পাণ্ডে।
সন্দীপ ভেবেছিলেন, ‘অর্জুন রেড্ডি’ ছবিতে প্রীতি চরিত্রের জন্য সাই পল্লবীই উপযুক্ত। কিন্তু সেটি আর হয়নি। তবে পরিচালকের আসন্ন সিনেমা ‘থান্ডেল’-এ অভিনয় করছেন নাগা চৈতন্য ও সাই পল্লবী।
সম্প্রতি সিনেমাটির প্রচারণা অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন সন্দীপ রেড্ডি।
তিনি জানান, ‘অর্জুন রেড্ডি’র জন্য প্রথমে সাই পল্লবীকেই ভেবেছিলেন। অনুষ্ঠানে এই পরিচালক বলেন, কেরলের একজনকে বলেছিলাম, আমি একটা ছবি তৈরি করছি। প্রেমের কারণে ধ্বংস হয়ে যাওয়া একটি ছেলের গল্প তুলে ধরা হবে এই ছবিতে। একেবারে নিখাদ প্রেমের ছবি। ছবিতে নায়িকার চরিত্রে আমি সাই পল্লবীকে ভেবেছি।
কিন্তু কেরলের সেই ভদ্রলোক জানিয়েছিলেন, সাই পল্লবী এই ছবিতে অভিনয় করতে মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কেরলের সেই ভদ্রলোক নাকি সন্দীপকে বলেছিলেন, ‘স্যার, এই ছবিতে সাই পল্লবীকে নেয়ার কথা ভুলে যান। মেয়েটি হাতাকাটা জামা পরতেও প্রস্তুত নয়। তাই আপনি ওর কথা ভুলে যান।
এই সব শুনে হাসতে থাকেন সাই পল্লবী। তখন সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেন, ‘নতুন নতুন সুযোগ আসার সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন করতে থাকেন অভিনেত্রীরা। কিন্তু সাই পল্লবী একেবারেই নিজেকে পরিবর্তন করেননি। সেটা দেখে খুব ভালো লাগে।’
‘থান্ডেল’ মুক্তি পাবে খুব শিগগির। এ সিনেমার জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সাই পল্লবী। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘আমরণ’ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৩ কোটি রুপি। সেই হিসেবে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিক।
বিনোদন ডেস্ক 







































