
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় এক রাতে চারটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় গ্রাম পুলিশ স্বপন কুমার জানান, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ চোরের দল গ্রামের ইব্রাহীম হাওলাদার, সুলতান হাওলাদার, আলমগীর হাওলাদার ও রেনু বেগমের বাড়িতে হানা দেয়। ওই সময় বাড়ির লোকজন গ্রামে অনুষ্ঠিত একটি মাহফিলে ছিলেন।
এই সুযোগে চোরেরা সিঁধ কেটে ও দরজা ভেঙে একে একে চারটি বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় দুই লাখ টাকার মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, চুরির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভুক্তভোগীদের থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 
























