সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাহজাদপুরে আ.লীগ কার্যালয়ে হামলা ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি), মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে ভেকু মেশিন দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়সহ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয় শুক্রবার রাতেই।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ইনচার্জ আছলাম আলী জানান, বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল তাও মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের সদর উপজেলার পুনর্বাসন এলাকার বাড়ি ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।’
জনপ্রিয়

গোগার গোপালপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

শাহজাদপুরে আ.লীগ কার্যালয়ে হামলা ভাঙচুর

প্রকাশের সময় : ০৮:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আওয়ামী লীগের কার্যালয় ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভেঙে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি), মধ্যরাতে উপজেলার দাড়িয়াপুর বাজারে ভেকু মেশিন দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়।
উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়সহ শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও প্রতিকৃতিও ভাঙচুর করা হয় শুক্রবার রাতেই।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ইনচার্জ আছলাম আলী জানান, বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনের সময় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছিল। কিছু অংশ অবশিষ্ট ছিল তাও মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী হাসিবুর রহমান স্বপনের সদর উপজেলার পুনর্বাসন এলাকার বাড়ি ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।’