রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইবির শিক্ষার্থী আহত ও গাড়ি ভাংচুর ঘটনায় তদন্ত কমিটির উন্মুক্ত বিজ্ঞাপ্তি

  • ইবি প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ২৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ বাস ভাংচুরের ঘটনায় তদন্ত কার্যের জন্য উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। শনিবার (৮ ফেব্রুয়ারী) তদন্ত কমিটির সদস্য সচিব পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়,’গত ২২ জানুয়ারি রাতে  বিশ্ববিদ্যালয়ের প্রাধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ গাড়ী ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ৫ ফেব্রুয়ারী প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় এই ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ ও তথ্য উপাত্ত (লিখিত ভাবে/অডিও-ভিডিও)  জমা দিতে আহ্বান করা হয়। প্রত্যক্ষদর্শীদের উপাত্ত ও বিবরণ  ০৯ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস সময়ে তদন্ত কমিটির সদস্য সচিবের কার্যালয় পরিবহন অফিস ১৩৬ নং কক্ষ বরাবর জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। ‘

প্রসঙ্গত, ‘ ২৪ জানুয়ারি জিওগ্রাফি বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে কথা বলে এসবি পরিবহনের বাসে ওঠে। পরে তাদের পেছনে কাউন্টারে কথা বলা ব্যতীত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জনের মতো শিক্ষার্থীও বাসে ওঠে। তারা বাসে ওঠার প্রায় দশ মিনিট পর বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলা ১৩ জনের বাইরে অন্য শিক্ষার্থীদের নেমে যেতে বলেন। পরে এ নিয়ে সুপারভাইজার ও শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অন্য বন্ধুদের খবর দিলে তারা প্রধান ফটকের সামনে থেকে বাসটি আটক করে। বাস আটক করার সময় মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান আহত হয়’।

জনপ্রিয়

জেন-জি প্রজন্ম বিজেপির রাজনীতিতে বিশ্বাসী: নরেন্দ্র মোদি

ইবির শিক্ষার্থী আহত ও গাড়ি ভাংচুর ঘটনায় তদন্ত কমিটির উন্মুক্ত বিজ্ঞাপ্তি

প্রকাশের সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ বাস ভাংচুরের ঘটনায় তদন্ত কার্যের জন্য উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। শনিবার (৮ ফেব্রুয়ারী) তদন্ত কমিটির সদস্য সচিব পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়,’গত ২২ জানুয়ারি রাতে  বিশ্ববিদ্যালয়ের প্রাধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ গাড়ী ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ৫ ফেব্রুয়ারী প্রথম সভা অনুষ্ঠিত হয়।সভায় এই ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ ও তথ্য উপাত্ত (লিখিত ভাবে/অডিও-ভিডিও)  জমা দিতে আহ্বান করা হয়। প্রত্যক্ষদর্শীদের উপাত্ত ও বিবরণ  ০৯ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস সময়ে তদন্ত কমিটির সদস্য সচিবের কার্যালয় পরিবহন অফিস ১৩৬ নং কক্ষ বরাবর জমা দেওয়ার অনুরোধ জানানো হয়। ‘

প্রসঙ্গত, ‘ ২৪ জানুয়ারি জিওগ্রাফি বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে কথা বলে এসবি পরিবহনের বাসে ওঠে। পরে তাদের পেছনে কাউন্টারে কথা বলা ব্যতীত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জনের মতো শিক্ষার্থীও বাসে ওঠে। তারা বাসে ওঠার প্রায় দশ মিনিট পর বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলা ১৩ জনের বাইরে অন্য শিক্ষার্থীদের নেমে যেতে বলেন। পরে এ নিয়ে সুপারভাইজার ও শিক্ষার্থীদের বাকবিতন্ডা হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অন্য বন্ধুদের খবর দিলে তারা প্রধান ফটকের সামনে থেকে বাসটি আটক করে। বাস আটক করার সময় মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মোস্তাফিজুর রহমান আহত হয়’।