
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
সরকারি পুলিশের চাকরি ছেড়ে দিয়ে বেওয়ারিশ মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানবিক পুলিশ শওকত। ‘মানুষ মানুষের জন্য’ বিষয়টির বাস্তব উদাহরণ যেন তিনি। সমাজের প্রত্যেকে যার যার অবস্থান থেকে মানবিক কাজে এগিয়ে আসলে মানবিক সমাজ প্রতিষ্ঠা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মো.শওকত হোসেন পিপিএমকে রাউজান প্রেস ক্লাবের আয়োজনে সংগঠনের কার্যালয়ে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
এতে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মানবতাবাদী ব্যক্তিত্ব মেজবাহ উদ্দিন আকবর চৌধুরী।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হযরত এয়াছিন শাহ পাবলিক কলেজের অধ্যাপক মো.ফারুক, একেএম ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.তসলিম উদ্দিন।
শওকত হোসেন পিপিএম তার বক্তব্যে বলেন, আমরা মানুষ হয়ে মানুষের জন্যে যদি কাজ না করি তাহলে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা হবে। তিনি বলেন, দেশের গরিব অসহায় সড়কে পরে থাকা, ডাস্টবিনে পরে থাকা পঁচেগলে শরীর থেকে দূর্ঘন্ধ বের হওয়া মানুষগুলোর জন্যে কোন সরকার কিছুই করেনি। মানুষগুলো কিন্তুু এদেশের। তাদের বাঁচার অধিকার রয়েছে। তাদের চিকিৎসার অধিকার রয়েছে। তাদের জন্যে আলাদা মেডিকেল প্রতিষ্টা করা সময়ের দাবী।
তিনি বলেন, আমার সংগঠনের ২টি এমবুল্যান্স ২৪ ঘন্টা এমন গরিব অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) বহদ্দারহাটের এদিকে একজন দিন মজুর হিন্দু মারাগেছে তার বাড়ী ব্রাম্মণবাড়ীয়া কসবায়। টাকার অভাবে স্বজনরা লাশটি বাড়ীতে নিতে পারছিলনা।
বক্তব্যকালে মানবতাবাদী সাবেক এই পুলিশ সদস্য বজ্রকন্ঠে বলে উঠেন আজ কোথায় মানবতা, কোথায় সাংবাদিক, কোথায় রাজনীতিবিদ, কোথায় শিল্পপতি? কেউ এগিয়ে আসেনি লাশটি ভ্রাম্মনবাড়ীয়া পৌঁছে দিতে। একমাত্র আমি আর আমার সংগঠন পাশে গিয়ে দাড়িয়েছি। তিনি রাউজান প্রেসক্লাবের সকল সাংবাদিকদের মুবারকবাদ জানান।
বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবায়ের, সহ সভাপতি মো.হাবিবুর রহমান, নির্বাহী সদস্য কামাল উদ্দিন হাবীবি, সহ সভাপতি যীশু সেন, যুগ্ন সম্পাদক লোকমান আনছারী, সহ সম্পাদক আমির হামজা, সহ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, অর্থ সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত। শেষে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিয় অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ।
বোরহান উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: 







































