
যশোর প্রতিনিধি
যশোরে এক মাস ধরে রমিন হোসেন (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। সে কচুয়া ইউনিয়নের নরসিংহকাটি গ্রামের বাসিন্দা। তার মায়ের নাম লাবনী বেগম ।
এ ঘটনায় নিখোঁজের মা লাবনী বেগম যশোর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার জিডি নং ১৯৬৮,তাং১৯/১/২৫।
জিডিতে লাবনী বেগম উল্লেখ করেছেন, তার ছেলে রমিন কচুয়া ইউনিয়নের নরসিংহকাটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মাদ্রাসায় যাতায়াত করত। গত ৯ জানুয়ারি সকালে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয় সে। এদিন দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে ফিরে আসেনি। পরে তারা মাদ্রাসায় খোঁজ নিয়ে জানতে পারেন,সে গতকাল মাদ্রাসায় যায়নি। এরপর আত্মীয়স্বজনের বাড়িতে ও বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এঘটনায় থানায় জিডি করেন তিনি।
জানা গেছে, নিখোঁজ রমিনের উচ্চতা প্রায় ৪ ফুট, গায়ের রং ফর্সা, মাথার চুল ছোট ও কালো, মুখমণ্ডল গোলাকার, মুখের উপরের পাটির একটি দাঁত ভাঙা, বুকের পাঁজরে পুরাতন কাটা দাগ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি, আকাশি রঙের পায়জামা ও কালো রঙের বার্মিজ স্যান্ডেল ছিল। সে যশোর অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা বলে।
নিখোঁজের মা লাবনী বেগম সকলের প্রতি আকুতি করে বলেছেন, কেউ যদি তার ছেলে রমিনের সন্ধান পান, তাহলে নিকটস্থ থানায় অথবা এই নাম্বারে ০১৭১০৮৯১৬৫৪ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
যশোর প্রতিনিধি 







































