
অস্ট্রেলিয়ার দর্শকরা শীঘ্রই জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ দেখার সুযোগ পাবেন। বঙ্গজ ফিল্মসের উদ্যোগে চলচ্চিত্রটি টুডি ফরম্যাটে রি-মাস্টার করা হয়েছে।
সংস্থার প্রতিষ্ঠাতা তানিম মান্নান জানান, তিনি জহির রায়হানের পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে চলচ্চিত্রটির প্রিন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়ায় এনেছেন।
উন্নত ভিজ্যুয়াল ও সাউন্ডের সাথে আন্তর্জাতিক দর্শকদের জন্য সাবটাইটেলও যোগ করা হয়েছে। তানিম মান্নান আরও জানান, ভবিষ্যতে প্রদর্শনের জন্য চলচ্চিত্রটির ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) সংরক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, ‘আমার মনে আছে ছোটবেলায় ফেব্রুয়ারিতে আমাদের পুরো পরিবার নিয়ে টিভিতে এই সিনেমাটি দেখতাম। এটি এখনও আমাদের প্রজন্মের জন্য গভীর নস্টালজিয়া তৈরি করে। আজকের প্রাসঙ্গিকতার পরিপ্রেক্ষিতে, আমি অনুভব করেছি যে এর গুণমান উন্নত করা এবং সিনেমা স্ক্রিনিংয়ের জন্য তৈরি করা গুরুত্বপূর্ণ। এখন, যে কেউ ইচ্ছা করলেই এটি সিনেমা হলে মুক্তি দিতে পারে। সেজন্যই আমি ডিসিপি প্রস্তুত করেছি।’
আগামী ২৩ ফেব্রুয়ারি ক্যাম্পবেলটাউনের ডুমারেস্ক স্ট্রিট সিনেমায় ‘জীবন থেকে নেয়া’ প্রদর্শিত হবে। এছাড়াও ২১ ফেব্রুয়ারি জহির রায়হানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ‘জীবন থেকে নেয়া’ জহির রায়হানের নিজের লেখা, পরিচালিত ও প্রযোজিত একটি চলচ্চিত্র। ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল, আনোয়ার হোসেনের মতো জনপ্রিয় শিল্পীরা অভিনয় করেছেন।
বিনোদন ডেস্ক 







































