
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
কলারোয়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার হয়েছে পৌরসভার সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা মেজবা উদ্দিন নিলু। সোমবার (১০ অক্টোবর) সকালে কলারোয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক সাবেক পৌর কাউন্সিলর নিলু (৬০) কলারোয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড ঝিকরা গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে ও একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। থানা সূত্র জানায়, অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কলারোয়া বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর থানায় সোপর্দ করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ সামসুল আরাফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






































