
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় মহিমা আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১২ ফেব্রুয়ারি ভোরে উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের মা মিনারা বেগমের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন কৌশলে তাকে হত্যা করেছে। তবে শ্বশুর রুহুল আমিনের দাবি, ভোরে অজু করতে গিয়ে পুকুরে পড়ে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মহিমার স্বামী ইসরাফিল পহলান সৌদিপ্রবাসী। দুই দিন আগে ছেলের দেখাশোনার জন্য তিনি শ্বশুরবাড়ি আসেন।
শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই, তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ 







































