
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ মুক্তি যুদ্ধের ১১নং সেক্টরনিয়ে ও বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের জানান দিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর উদ্যোগে ১২ ফেব্রুয়ারী বুধবার সকালে পৌর শহরের কোহিনূুর মাদ্রাসায় ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কোহিনূর মাদ্রাসার সুপার মাওলানা সাফিউল ইসলামের সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম ।
শিক্ষক এনামুল হাসান পারভেজের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ডা. আল মুত্তাকী জীবন (ডেন্টিস্ট), হোমিও ডাক্তার রকিবুল হাসানসত অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজীত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আফসার আলী জানান, তরুণ প্রজন্মকে জানানো এবং শিক্ষার্থীদের ইতিহাস ভিত্তিক জ্ঞান চর্চা বৃদ্ধির লক্ষ্যে আমি এই আয়োজন করে থাকি।
প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমরা এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করা ও সঠিক ইতিহাস জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি 





































