বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়ালন্দে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানার পক্ষে প্রথম পুষ্পমাল্য অর্পণ করা হবে এরপর রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো পুষ্প মালা দিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বিভিন্ন স্কুলের প্রভাত ফেরি, সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বেলা সাড়ে ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রাথনা।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) উত্তম কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মী সালমা বেগম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো.নজির হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
সভায় গোয়ালন্দ শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।
জনপ্রিয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

গোয়ালন্দে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা 

প্রকাশের সময় : ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান এর সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে শহীদ মহিউদ্দিন আনছার ক্লাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। শ্রদ্ধাঞ্জলি জানানোর ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও গোয়ালন্দ ঘাট থানার পক্ষে প্রথম পুষ্পমাল্য অর্পণ করা হবে এরপর রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো পুষ্প মালা দিয়ে ভাষা শহীদদের স্মরণ করবে।
এদিন সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বিভিন্ন স্কুলের প্রভাত ফেরি, সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বেলা সাড়ে ১০টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ যোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রাথনা।
এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) উত্তম কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মী সালমা বেগম, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার রুহুল আমিন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো.নজির হোসেন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ প্রমূখ।
সভায় গোয়ালন্দ শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্যবিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।