
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী ও ডাকসুর ভিপি আমান উল্লাহ আমান বলেছেন, যে যত কথাই ভারতে বসে বলুক না কেন তা বাংলাদেশের মানুষ মেনে নিবে না । হাসিনা ভারতে বসে আন্দোলন করতে চায়।
সেটা বাংলাদেশে হবে না । বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের কখনো এ দেশে জায়গা দেবে না । হাসিনার যে কতবার ফাঁসি হবে তার কোন হিসাব নেই । কারণ বাংলার হাজার হাজার ছাত্র জনতা শেষে হত্যা করেছে । হত্যাকারীর বিচার অবশ্যই হবে এই বাংলায় ।
বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে । সকল অপকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ।
ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জনগণ আন্দোলন করেছে । শহীদ হয়েছে । রক্ত দিয়েছে। নতুন বাংলাদেশ গড়ে তুলেছে । হাজার হাজার শহীদের মাধ্যমে ও রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি । কোন ষড়যন্ত্রই কিছুই করতে পারবে না ।
তিনি আজ সকালে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাক্তা অগ্রপথিক তরুণ সংঘের সভাপতি এমএ বকর ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান আরো বলেন, ৫৭ সেনা কর্মকর্তাদের পরিবার বিচার চেয়েছিল ফ্যাসিস্ট হাসিনার কাছে।
কিন্তু ঐ দিনই তাদের হত্যা করা হয়েছে। এই ৫৭ সেনা কর্মকর্তার হত্যার কারণে হাসিনার ৫৭ বার ফাঁসি হবে ।
হাসিনা অত্যাচার জুলুমের জন্য যে আয়না ঘর তৈরি করেছিল জনগণের জন্য তা আর কোন দিন করতে পারবে না । বাংলাদেশের মাটিতে তাদের জায়গা নেই।
আগামীতে এই অন্তবর্তী সরকারের অধীনে নির্বাচন হবে । সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি তার ৩১ দফার আলোকে জাতীয় সরকার গড়ে তুলবে ।
আর জুলুম নির্যাতন নয় ,আগামীর সুন্দর বাংলাদেশ দেখতে চায় এদেশের মানুষ।
আয়না ঘরে কিভাবে টর্চার সেল নির্যাতন নিপীড়ন করা হয়েছে তা জনগণ আজ দেখতে পাচ্ছে। টর্চার সেলে কিভাবে জনগণের উপর নির্যাতন করা হয়েছে তা সাধারণ মানুষের গা শিউরে ওঠার মত ।
ইলিয়াস আলি , চৌধুরী আলম, সুমন সহ বিএনপির হাজারো নেতা কর্মীকে গুম করে হত্যা করেছে ফ্যাসিস্ট হাসিনা ।
দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো 






























